বাউফলে উৎপাদান তারিখের আগেই পন্য বাজারে

বাউফলে উৎপাদান তারিখের আগেই পন্য বাজারে

মোঃ দেলোয়ার হোসেন:  পণ্যের গায়ে উৎপাদানের তারিখ হচ্ছে ২৯ আগস্ট ২০২০ ইং ও মেয়াদ উত্তীর্নের তারিখ হচ্ছে  ২০ জানুয়ারি ২০২১ইং। উৎপাদান তারিখের আগেই রবিন ফুড প্রোক্টস কোম্পনীর এই টোস্ট বিস্কুট বাজারে  পাওয়া গেছে। গত সোমবার বিকালে বাউফল উপজেলার কালাইয়া বন্দরের মাচেন্টপট্রি সড়ক এলাকার দাস স্টোর এই পন্যটি বাজারজাত করছেন। এ  ঘটনায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ওই প্রতিষ্ঠানের মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। নির্বাহী মেজিষ্ট্রেট ও বাউফল উপজেলার সহকারী কমিশনার (ভুমি) আনিচুর রহমান বালি এ জড়িমানা করেন। এ ছাড়াও জব্দ করা হয়েছে সাত বস্তা টোষ্ট বিস্কুট।
জানা গেছে, উপজেলার সবচেয়ে বড় পাইকারী বাজার কালাইয়া বন্দরের কয়েকটি প্রতিষ্ঠানে দির্ঘ বছর ধরে নি¤œ মানের বিস্কুট, চানাচুরসহ নানা প্রকার খ্যাদসামগ্রী বিক্রি হয়ে আসছে। ওই বন্দরের মাচেন্টপট্রি এলাকার সুদেব দাসের মালিকানাধীন দাস স্টোরে বাজারজাতকৃত  টোষ্ট বিস্কুটের  প্যাকেটের গায়ে লেখা রয়েছে গ্রামীন স্পেশাল চানাচুর, প্রস্তুতকারক রবিন ফুড প্রোডাক্টস্, ঢাকা , বাংলাদেশ। এ ছাড়া বিএসটিআই এর লোগো রয়েছে। তবে প্যাকেটের গায়ে কোম্পানীর নিদৃষ্ট কোন ঠিকানা কিংবা যোগাযোগ করার ফোন নম্বর নেই। ওই ব্যবসা প্রতিষ্ঠান থেকে প্যাকেটের গায়ে উৎপাদানের তারিখের আগেই পণ্যটি বাজারজাত করা হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক বিএসটিআইয়ের বরিশাল বিভাগের এক দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, নিয়ম অনুযায়ী একটি কোম্পনীর প্যাকেটজাত পণ্যের প্যাকেটে কোম্পানীর নামসহ যোগাযোগের ঠিকানা ও ফোন নম্বর উল্লেখ থাকবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বলেন, ভেজাল খাদ্যের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযান আরো জোরদার করা হবে।